Published: 2021-10-16 00:21:28 BdST bdnews24 উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস পরীক্ষার ভুল সনদ নতুন কিছু না হলেও উন্নত দেশে এমন ঘটনা শুনলে অবাক হতে হয়। এমন অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে। করোনাভাইরাস আক্রান্ত মানুষদেরকে ভুল করে কোভিড ‘নেগেটিভ’ সনদ দেওয়া নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উদ্বেগে বন্ধ করা হয়েছে মধ্য ইংল্যান্ডের একটি কোভিড-১৯ পরীক্ষাগার। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার একথা জানিয়েছে। ঘটনাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে ইউকেএইচএসএ কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ মধ্য ইংল্যান্ডে উলভারহ্যাম্পটনের একটি পরীক্ষাগারে এরই মধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে। মানুষজন র্যাপিড ল্যাটারাল ফ্লো ডিভাইসে (এলএফডি) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষার নেগেটিভ ফল পাওয়ার কথা জানানোর পর উলভারহ্যাম্পটনের পরীক্ষাগারে এই তদন্ত শুরু হল। ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মানুষ ল্যাব টেস্টের এমন ভুল রিপোর্ট পেয়েছে। যারা এমন সনদ পেয়েছেন, তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা। যুক্তরাজ্য সরকার বলছে, এলএফডির তুলনায় পিসিআর পরীক্ষা বেশি নির্ভুল হয়। তাই এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল এলে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করতে পারে। সেক্ষেত্রে ল্যাবরাটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার সংকেত দিয়ে দেওয়া। আর এমন হওয়া মানে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়া। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলছে, আনুমানিক ৪৩ হাজার মানুষ পিসিআর পরীক্ষার ভুল নেগেটিভ সনদ পেয়ে থাকতে পারে। সংস্থাটির পরিচালক উইল ওয়েলফেয়ার বলেন, “আমরা অবিলম্বে ওই পরীক্ষাগারে করোনাভাইরাস পরীক্ষা স্থগিত করেছি। পাশাপাশি তদন্তও চালাচ্ছি।” তিনি জানান, এলএফডি কিংবা পিসিআর টেস্ট কিটে কোনও সমস্যা থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই এগুলো নিশ্চিন্তেই ব্যবহার করা যেতে পারে। ওদিকে, যুক্তাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ল্যাবের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া নিয়ে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ওই পরীক্ষাগারটিতে কোথায় ভুল হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।” আরও পড়ুন সর্বাধিক পঠিত আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৫ টিকা নেওয়াদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র চাপের মুখে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিন বছর পর জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরল যুক্তরাষ্ট্র জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসীদের গুলিতে’ ২ ভারতীয় সেনা নিহত দ্বার খুলছে সিডনি, নভেম্বর থেকে কোয়ারেন্টিন তুলে দেওয়ার চিন্তা আরও » প্রচ্ছদ সমগ্র বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বাণিজ্য বিশ্ব(current) পুঁজিবাজার চট্টগ্রাম অর্থনীতি প্রবাস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ খেলা ক্রিকেট প্রযুক্তি বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ লাইফস্টাইল গ্লিটজ কিডজ হ্যালো ছবিঘর সাম্প্রতিক খবর ছবির গল্প মতামত আর্টস Disclaimer & Privacy Policy | About us | Contact us | Advertisement | Subscription | bdnews24.com Apps Copyright © Bangladesh News 24 Hours Limited All
Published: 2021-10-16 00:21:28 BdST

উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস পরীক্ষার ভুল সনদ নতুন কিছু না হলেও উন্নত দেশে এমন ঘটনা শুনলে অবাক হতে হয়। এমন অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে।
করোনাভাইরাস আক্রান্ত মানুষদেরকে ভুল করে কোভিড ‘নেগেটিভ’ সনদ দেওয়া নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উদ্বেগে বন্ধ করা হয়েছে মধ্য ইংল্যান্ডের একটি কোভিড-১৯ পরীক্ষাগার।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার একথা জানিয়েছে। ঘটনাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে ইউকেএইচএসএ কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ মধ্য ইংল্যান্ডে উলভারহ্যাম্পটনের একটি পরীক্ষাগারে এরই মধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে।
মানুষজন র্যাপিড ল্যাটারাল ফ্লো ডিভাইসে (এলএফডি) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষার নেগেটিভ ফল পাওয়ার কথা জানানোর পর উলভারহ্যাম্পটনের পরীক্ষাগারে এই তদন্ত শুরু হল।
৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মানুষ ল্যাব টেস্টের এমন ভুল রিপোর্ট পেয়েছে। যারা এমন সনদ পেয়েছেন, তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।
যুক্তরাজ্য সরকার বলছে, এলএফডির তুলনায় পিসিআর পরীক্ষা বেশি নির্ভুল হয়। তাই এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল এলে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করতে পারে।
সেক্ষেত্রে ল্যাবরাটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার সংকেত দিয়ে দেওয়া। আর এমন হওয়া মানে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়া।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলছে, আনুমানিক ৪৩ হাজার মানুষ পিসিআর পরীক্ষার ভুল নেগেটিভ সনদ পেয়ে থাকতে পারে।
সংস্থাটির পরিচালক উইল ওয়েলফেয়ার বলেন, “আমরা অবিলম্বে ওই পরীক্ষাগারে করোনাভাইরাস পরীক্ষা স্থগিত করেছি। পাশাপাশি তদন্তও চালাচ্ছি।” তিনি জানান, এলএফডি কিংবা পিসিআর টেস্ট কিটে কোনও সমস্যা থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই এগুলো নিশ্চিন্তেই ব্যবহার করা যেতে পারে।
ওদিকে, যুক্তাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ল্যাবের পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া নিয়ে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ওই পরীক্ষাগারটিতে কোথায় ভুল হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।”
Comments
Post a Comment